বৃত্ত ।। কৌস্তুভ

 onugolper adda full

 
দরজা খুলতেই চমকে উঠলো অমিত, “এটা কি করে সম্ভব ! কাকে দেখছে ও, সুদীপা এখানে ? তবে কি..."
সম্পর্কটা টেকেনি ওদের, বিয়ের দেড় বছরের মধ্যেই বিচ্ছেদ। তারপর গত চারটে বছর আর কোনো যোগাযোগ নেই। 
সুদীপাও যে কম অবাক হয়েছে তা নয়। হোটেলে ৪০৩ নং ঘরের দরজা খুলে দাঁড়িয়ে আছে তার একদা স্বামী, আজকে রাতের টপ কাস্টমার অমিত ! একটা সৌজন্যমূলক হাসি খেলে গেল সুদীপার ঠোঁটের কোণে। তারপর যেন নিজের মনেই বিড়বিড় করে উঠলো, “দুটো মন অচেনা হলেও আজ রাতে তবে শরীর দুটো একে অপরকে ভীষণ চেনে !"
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...