লকডাউনে রিয়ার বার্থ ডে পার্টি ।। স্বরূপ ঘড়া

 onugolper adda full
 
 
অনেকক্ষণ হল রিয়া বিছানায় এসেছে। মরু এখন ও এলো না। খাওয়া গুছিয়ে, সিরিয়াল দেখে অনেক টা টাইম গেল। এখনও ওর কাজ হল না। ওর কি সবসময় ওয়ার্ক ফ্রম হোম, না মারাদোনার  খেলার ভিডিও দেখা?
---কাল আমার বার্থ ডে। মনে আছে তো? সাতসকালেই রেস্টুরেন্ট ওর্ডার...
----ও,তাই না! সিগারেটের ধোঁয়া ছাড়ল মরু।
---তোমার কিছুই মনে থাকে না। বেডসুইচ অফ করল রিয়া।
ওয়ার্ক ফ্রম হোমের কোনো টাইম থাকে না? দিন রাত ল্যাপটপ আর মোবাইল এ করে কি? এক সপ্তাহ রেস্টুরেন্টে হোম ডেলিভারির ওর্ডার দেয় নি। অনলাইনে একটা ডায়মন্ড রিং ওর্ডার দিতে বললাম, তাও দিল না। টাকা গুলো যায় কোথায়?ভাবছে রিয়া।
বাবা ফোন করে ছিল। সাতদিন তার ঔষধ নেই। টাকা আর বেশি নেই। কী বলব বাবাকে? পাশ ফিরল মরু।
মরু গভীর ঘুমে আচ্ছন্ন। অনেক রাতে ও কি করে? মরুর মোবাইলের মেল বক্স খুলল রিয়া । কয়েক দিন আগে আসা কোম্পানির একটি মেলে চোখ আটকাল তার।
'ডিউ টু দ্য লকডাউন, ইউ হ্যাভ বিন ক্যান্সেলড ফ্রম দ্য জব।নো নিড টু ডু দ্য ওয়ার্ক ফ্রম হোম'। থ মেরে
 গেল রিয়া। স্থির দৃষ্টি। চুপচাপ।
সেন্ট বক্সে অনেক নতুন অ্যাপ্লিকেশন, সবের রিপ্লাই 'সরি'।
আর ঘুম ধরেনি রিয়ার।
ভোর হয়ে গেছে। এটাই সারপ্রাইজ দেয়ার সময়।
---রিয়া,ওঠো।
ধড়ফড়িয়ে উঠল রিয়া।
---হ্যাপি বার্থ ডে টু ইউ।
মরুর হাতে একগোছা গোলাপ। রিয়ার চোখে জল।
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...