আদমসুমারি || অমলিন পালধি

 

আদমসুমারি

অমলিন পালধি

 

কমছে মানুষ ‚ কমছে মানুষ

নাচছে সবাই ঠ্যাং তুলে ‚

পৃথিবীটা ভরছে এবার

অমানুষ আর ঠগের দলে।

 

চোরেরা আর রাত জাগে না

দিন দুপুরে হচ্ছে রেপ ‚

খেলায় কারো নেইকো মন

মাঠে চলে জুয়ার ঠেক।

 

লোলচর্ম বুড়োরা সব

গিলছে বসে ভায়াগ্রা

ধন্য হতে পুরুষ জীবন

যৌবন যেন নায়াগ্রা।

 

রাজনীতিতে আসছে  তারা

যাদের কিছু নেই নীতি

স্বজন--পোষণ ‚ শত্রু--পেষণ

এটাই  তাদের চর্যা--গীতি।

 

কমছে মানুষ‚ কমছে মানুষ

জনগণকের মাথায় হাত

আদমসুমারির হবে কি তবে

পরের  ‘সেন্সাসে’ মানুষ বাদ?

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...