ঢং ।। বুদ্ধদেব ঘোষ

Unpublished

ঢং
বুদ্ধদেব ঘোষ
সেদিন বাজার থেকে ফিৱে মৌকে বাজাৱেৱ ব্যাগটা দিলাম।সাথে একটা ভালো কবিতাৱ কাগজ, বললাম ভালো ভালো কয়েকটা কবিতা আছে পড়ে নিয়।সে বাজাৱেৱ ব্যাগটা সহ কাগজটা নিয়ে ঘৱে গেল। বাজারেৱ ব্যাগটা বাৱ বাৱ নেড়ে চেড়ে কি যেন একটা খুঁজছে। কবিতা ৱ কাগজটা পড়াৱ ঘৱে ৱেখে বেড়িয়ে এলো,বলল,দুৱ -ছাই কবিতা কবিতা কবিতা। __তোমাকে যে বলেছিলাম একটা শাড়ি আনতে এনেছো। __এইৱে এক্কেবারে ভুলে গেছি। __এমনি কৱে কবিতাকে ভুলে যাওনা তাহলে আমি বাঁচি। যতো সব ঢং।

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...