আজকের ২১শের স্বীকারোক্তি ।। আল্পনা মিত্র

Unpublished


আজকের ২১শের স্বীকারোক্তি
আল্পনা মিত্র

ফুটপাত বলে - আমার বয়স ২১
দু'পায়ে হাঁটি, তাই আমার নাম মানুষ
পাশে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে জীর্ণকায়া এক শরীর
ফুটপাত বলে - 'ওর' সাথে আমার, টান আছে নাড়ীর
ওপাশে কিছু কু্ত্তা করছে ঘেউ ঘেউ
আসলে আমার বাপটার নাম জানে না কেউ
আরেক পাশে!এক শিশু খিদেতে ওঠে কাকিয়ে
ফুটপাত-জননীর বুকে যে দুধ নেই, এ ক্ষুধা মেটাবে কে?

# তবু 'ওরা' জন্মায় এঁদো গলির নোংরা পাড়ায়
দেখতে দেখেতে একদিন 'ওরা' ২১শে পৌঁছে যায়।

@ ওদের মধ্যে কেউ কেউ মানুষ হতে চায়
ঠিক তখনি এক যন্ত্রণার স্মৃতি! যা মাখমাখি রক্ত আর কাদায়
তখন বয়স সাত কি আট! - 'ও বাবু দাওনা একটু ভাত'
সবাই মিলে উঠলো বলে - 'এ কী অমঙ্গল, ওরে দূর কর এই পাপ'।

# এখন আমর বয়স ২১
পরি শার্ট-পাতলুন,যেন কাক-তাড়ুয়া হয়েছে মানুষ
লেখা-পড়া শিখিনি! ভুলে গেছি ফুটপাতের বিভীষিকা,যা নিদারুন
কোথাও বাঁধলে বিবাদ! পড়শী বলে - 'বাবুভাই একটু আসুন
অমনি দু'পকেটে দু'টো পেটো নি ভরে
যে দেয় বেশী টাকা! ওটাকে লাগাই তার কাজে।

@ কিন্তু অন্ধকারে যখন আদিম স্রোত বহে এ দেহে
২১শের শরীর টাকার বদলে একটু প্রেম যে খোঁজে!
হঠাৎ কে যেন বলে - 'বাবুভাই আছো কি বাড়ি' ?
দু'মুঠো ভাত নিয়ে বসেছিলাম, দু'দিন ধরে পেটটা ছিলো খালি।

# টাকার বান্ডিল হাতে দিলো গুঁজে
অবশ শরীর উঠে দঁড়ালো, নিজেকে গাল পেড়ে
বিনিময়ে! জমি থেকে এক বুড়িকে করবো উচ্ছেদ
ফাউ হিসাবে! ভোগ করতে পারি বুড়ির মেয়ের শ্রেষ্ঠ সম্পদ।

@ তর সইলো না,ভাত ফেলে দৌড়ে গেলাম বুড়ির বাড়ি
গরু-খোঁজার মতো মেয়েটাকে খুঁজি
কোথায়? আসলে আমার আগে পৌছে গেছে হাজরো ২১শের দল
অচৈতন্য বুড়ির পাশে আছে পড়ে এক অষ্টাদশীর পা'য়ের মল।

# কাল হবে আমার ফাঁসি
মেয়েটা বেঁচে থাকলে বলতে পারতো
আমি নই ওর ধর্ষণকারী।

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...