দুর্ঘটনা ।। ঋভু চট্টোপাধ্যায়

Unpublished

দুর্ঘটনা                  
ঋভু চট্টোপাধ্যায় দুর্ঘটনায় গাড়িটার সামনেটা এক্কেবারে দলা পাকিয়ে গেছে।কিছুক্ষণ আগেই লাশগুলো বের করে হাসপাতালে পাঠানোও হয়েছে।পুলিশের সাথে এমনি লোকও প্রচুর।মায়ের হাত ধরে আসা তিনবছরের ছেলেটা এতক্ষণ এই সব দেখছিল।পোশাক দেখে বোঝা যায় বেশ গরিব।সামনের থেকে দুজন গাড়িটার পিছনে আসে।আচমকা বাচ্চা ছেলেটার চোখ যায় সিটে আছড়ে পড়া ব্যাগটার ওপর।একটা পাঁউরুটি বেরিয়ে আছে।ছেলেটা এবার মায়ের চোখের দিকে তাকায়।

 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...