Author

Susanta Satpati ।। সুশান্ত সৎপতি

মধু 
সুশান্ত সৎপতি

প্রথম মুকুল আসা
তরুণী আমগাছটি পাশে
নাছোড় ভ্রমর।
নিজের কৈশোর মনে পড়ে।
বসে বসে ভাবি  জল আনতে যাওয়া হয়তো বা ছিল তার ছল।
মনচোরা আড়বাঁশি নিজেও কেঁদেছে কত পথে, মাঠে, ঘাটে। 

Write comment (0 Comments)
0
1
0
s2sdefault

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
একটি মানুষ
সুশান্ত সৎপতি
 
 
চার পাশে ডালপালা ছড়িয়ে
একটা মানুষ আর একটা মানুষকে
ছুঁতে চাইছে ,পূর্ণ হতে চাইছে। কীটদষ্ট পুঁথির মতো যে জীবন -এক স্পর্শ তাকে
বদলে দেবে এই আশায়
চ‌ঞ্চল হয়ে উঠেছে মন। কত স্পর্শ, কত আলিঙ্গন ,কত কথা ও কথকতা
তবু শান্তি নেই।
সে অখন্ডকে চায়,সে তাকে জানে
কিন্তু পাচ্ছে না, চার পাশে খন্ডিত মানুষ।
সে ছুটে যাচ্ছে বন পেরিয়ে, মাঠ পেরিয়ে,
গ্রাম শহর পেরিয়ে

 
 
Write comment (0 Comments)
0
1
0
s2sdefault
IMG 20180320 WA0029
ঘাসফড়িং
সুশান্ত সৎপতি
 
আমার পড়ার টেবিলে
একটি ঘাসফড়িং সবুজ চঞ্চলতা ছড়িয়ে
ঘরময় উড়ে বেড়াতে শুরু করলে
আমার মনোযোগ ওর সঙ্গে দেওয়ালে, ছাদে, কার্নিশে, বারান্দায় উড়েবেড়াতে থাকল।
যে বয়স স্থিরতার দাবি করে, তার কাছে 
এই ঘাসফড়িং কী প্রত‍্যাশায়‌ এসেছে!
রক্তের ভিতরে তবু উন্মাদনা টের পেয়ে
মুখে,মাথায় ঝুলিয়ে দিলাম হলুদ পাতা,
 গায়ে জীর্ণ বাকল।
একটি টিকটিকি এই সব দেখছিল
তারপর অকস্মাৎ, সতর্ক লাফদিল একটা !
Write comment (0 Comments)
0
1
0
s2sdefault
IMG 20180320 WA0028
স্বভাব
সুশান্ত সৎপতি     
 
আমার অভিজ্ঞতার কথা তাকে
 শোনাতে গিয়ে দেখি
বোবা ও বধির মুখোমুখি হয়েছি।
নুড়িপাথরের মতো পড়ে থাকতে থাকতে
সে ভুলে গেছে আসলে সে জলের স্বভাব।
হয়তো বা আমিও ছেড়ে এসেছি প্রকৃত
আমাকে,তাই অবিরাম ডাক দিয়ে
ফিরে গেছে ,ফেরাই নিয়ম।
 
 
Write comment (3 Comments)
0
1
0
s2sdefault
 IMG 20180320 WA0027
সংসার 
সুশান্ত সৎপতি  
 
কীভাবে হারিয়ে ফেললে অঙ্গুরী!
ওগো বনের দুহিতা, সে খানে বনের সারল্য নেই
যেখানে তোমাকে পাঠাতে চেয়েছেন পিতা।
 
 
 
 
 
Write comment (0 Comments)
0
1
0
s2sdefault