দাম ।। নিরঞ্জন জানা

Unpublished

দাম
নিরঞ্জন জানা


পাত্রপক্ষ মেয়ে দেখে বেজায় খুশি। কণ্যাপক্ষ রাজি হলে বোধহয় আজই চার হাত এক করে দেবে। মুখ দেখে সৌজন্য স্বরূপ এক হাজার এক টাকার দানও ফেলে। সবাই ভাবে- দারুণ! দারুণ! পণের প্রসঙ্গ উঠলে ছেলের বাবা বলেন -"কি যে বলি । জানেন তো- আজকাল চাকুরে ছেলের যা দাম ! আচ্ছা, আপনারাই বলুন- কি দেবেন। " মেয়ের বাবা সবিনয়ে বলেন--" আমি তো আর অত দাম দিয়ে কিনতে পারবো না। আপনি বরং গরুহাটায় নিয়ে গিয়ে খুঁটিতে বেঁধে দিন। "

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...