কবিতা

কবিতা

WhatsApp Image 2018 10 04 at 23.19.09


মা
তপন জানা

যেমনি ছিলেন মাদার মেরি মা যশোদা। তেমনি আছেন মা আমার কাছে সর্বদা। দিনের শেষে কাজের পরে ঘুমাই মায়ের কোলে। মায়ের হাতের স্পর্শে আমার দুখ যে যায় চলে। অন্ধকারে চলতে পথে করতো যখন ভয়। মা তখন করত পথ শুধুই আলোকময়। দুঃখে যখন ভাঙত মন হৃদয় খান খান। আমার কষ্টে ;আমার দুঃখে উদ্বেলিত মায়ের প্রাণ।

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

দৃশ্যপট
জয়দেব মাইতি
 

আকাশ জুড়ে খুশির টান
সম্পর্কগুলো আবার জমাট, মুহুর্তে
অবহেলায় যা থাকে,তাও;

নামগোত্রহীন সুতোগুলো হঠাৎ পরিচয় পায়-
রাতারাতি ক্যামেরাতে ঝলসে উঠে মুখ
বন্ধনের সুর,ভেসে ওঠে বাতাসে

লালসায় টুকরো হয় হৃদস্পন্দন,
রক্ত মাংসে খুবলে ওঠে মন

আর্তনাদ বেসুরে তখন,
ক্যামেরার মুখ খুঁজে পায় না দৃশ্যপট।



WhatsApp Image 2018 10 04 at 23.19.09

যাযাবর
দিব্যেন্দু শেখর দাস
 
 
বিষণ্নতার মন ছুঁয়ে যেতে পারে না পরিযায়ী পাখিরা
বসে থাকি শেষ বন্দরে চেনা মানুষের মুখোশের ভিড়ে
বয়ে যায় জলরাশি আছড়ে পড়ে ঢেউ
গভীর সমুদ্রে মুক্ত খুঁজে ঘর সাজানোর চেষ্টা...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

লড়াইটা ছিল হেরে যাওয়াদের
ভবেশ মাহাত
 

নিজের বিবেক এবং বুদ্ধির সাথে লড়াইটা
জমে উঠেছে অজান্তেই,
যখন যুদ্ধটাই শেষ কথা তখন
মিথ্যে বলে কী লাভ?
পরাজয় নিশ্চিত জেনেই তো লড়তে হবে
তবেই না পরিণতি।
ঠিক তার পরেই 'রক্ত মাংস' ঘোষণা করবে
'এ এক চরম ব্যর্থতা।'
তখন পারলে...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
 
কুমার সম্ভব
বিশ্বজিৎ মাইতি
 

দীর্ঘ কাল ধরে তপস্যায়
আত্মস্থ করেছি এই নির্লিপ্তির ভাব।
সেই ভাবের উপর বসে
ভ্রমর গুন গুন করছে সকালবেলা!
হাওয়া এসে এক্কা দোক্কা খেলছে
আমার একল ষেড়ে বাহনটিও
উধাও হয়ে গেল উৎসাহের আতিশয্যে

 

 

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

শব্দ-ভরা খাতা
রাজকুমার আচার্য
 
 
সর্ষে খেতের পাশে আরও সরু রাস্তায়
বসেছে ফেরিওয়ালা
তার পেছনে কুয়াশা-ভরা পুকুর
পাড়ে ফোটা গাঁদার হলুদ রং
চুঁইয়ে পড়া রোদে মিশে যায়
...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09


মজা
সুকুমার চৌধুরী
 

যদি খেলার মতোই ধরে নিই
তাহলে জিততেই হবে
সে রকম কোনো অভিসন্ধি
কখনো ছিল না
তবে যেহেতু খেলা
তাই মজাটা যাতে ষোলো আনা থাকে
সে দিকে নজর ছিল, তৎপরতাও ।

অথচ দেখ, মিথ্যে ছাড়া
...

Subcategories

Page 23 of 33

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...