উপাস্য শস‍্যের কাছে ।। সুকান্ত সি‌ংহ
 IMG 20180320 WA0036
উপাস্য শস্যের কাছে
সুকান্ত সিংহ 
 
 
হেঁটে আসা সন্ধ্যাকে যে-বিকেল গড় করছে,
আমি তার আশেপাশে থাকি।
 
ভ্রমণের ছবি বলতে এটুকুই--
রাগাশ্রয়ী দিন গেছে দলমার দিকে
তাকে আর ফিরে আসতে কেউ দেখেনি।
জলের বোতল তার পড়ে আছে,
গাছতলায় চুপচাপ পুরানো সাইকেল।
গেছে সে তেমনি ভাবে যেমনটি হাঁস
ফেলে আসে পুকুরের স্মৃতি।
 
আমি শুধু এসবের আশেপাশে থাকি।
 
 
 

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...