একক কবিতা সন্ধ্যা ।। রজত গোস্বামী  

rajat goswami

রজত গোস্বামী-র এক গুচ্ছ কবিতা 

 

 

কথা ও আহত মানুষ


খুবই ছোট্ট, উচ্চারণ আরও ছোট,
কিন্তু মূহূর্তের মধ্যে ও তোমাকে করতে পারে ঘায়েল,
কী ভয়ঙ্কর ক্ষমতাশালী !


মনে হতে পারে‌ হয়তো ও ছিল বলে তুমি বোঝাতে পেরেছো তোমার সব দুঃখ, আবেগ, অভিমান ও আনন্দ
কিন্তু ভুলে যেও না ও বড় প্রতারক!


তোমাকে চেনেনা ও,
তুমি ওকে কিছুটা হলেও চেনো!
ও বোঝেনা কিভাবে বদলে ফেলে রঙ
আর বাজেয়াপ্ত করে ওর থাবায়।


যদি ভেবে থাকেন পৃথিবীর সকল চর্চা বা বিদ্যা কেবল ভালো কাজের জন্যই ব্যবহৃত হয়েছে, তাহলে ভুল ভাববেন।
এই ধরুন যেমন ধনুর্বিদ্যা,
যুদ্ধক্ষেত্রের চেয়ে মানুষকে আহত করার কাজে বেশি ব্যবহৃত হয়েছে।
একটি তির হলো কথা আর ধনুক হলো কাছের মানুষ এদের মুহূর্তের বন্ধুত্বে আপনি হতে পারেন ধরাশায়ী!

 

সাঁকো

এই যে তুমি, কতখানি কাছে এলে
কিছুটা পরেই অনেক দূরে হাঁটো,
মাপ-জোখ করে দূরত্ব গান গেয়ে
হাত ছুঁয়ে দিয়ে, দূরে চলে যাবে নাতো?

কাঁধে হাত রেখে দিয়ে গেলে প্রেমছাপ
আমি মনে মনে সাজিয়ে ফেলেছি ঘর,
সুতো দিয়ে টেনে পারাপার গুলো মেপে
কখনও কি আমি হয়ে যেতে পারি পর?

নদী তীরে গিয়ে থামিয়ে দিয়েছি যান
নীল রঙা নখে লাগিয়ে দিয়েছো দাগ,
ভেবে ভেবে আমি পথ ফিরে এসে শুনি
গোধূলির কথা রাখেনি তো রাখ-ঢাক!

সন্ধে হয়ে এসেছে উঠোন জুড়ে
স্মৃতিদের কাছে ঝাপসা আবহাওয়া,
ইনবক্স শুধু জেনে যায় প্রতি ভোরে
কতো কাছাকাছি, আমাদের থেকে যাওয়া!

 

সম্পর্ক

আজ চলে এসো একবার,
বিকেল ফুরিয়ে যাওয়ার আগে পাশাপাশি গিয়ে বসি।
তুমি আমার কথা শোনো কিছুক্ষণ, আর আমি তোমার।
তারপর দুজনের করে আসা ভুলগুলো একসাথে জমা করে ভাসিয়ে দেবো ওই নদীর বুকে।
তোমার জমে থাকা অভিমানগুলো আমি শুনে নেব আর তারপর তুমি আমার শুনবে।
যে কয়েকটা দিন হাতে হাত ধরে বেঁচে আছি এই পৃথিবীর বুকে,
সে কয়েকটা দিন আমি সবকিছু ভুলে যেতে চাই।
যদি ভালবেসে যাওয়া হয়ে থাকে জীবনের মূল গন্তব্য তবে সবকিছু ছেড়ে সবকিছু ভুলে চলে এসো দুজনে প্রাণভরে বাঁচি।
আসলে, একটি সম্পর্ক গড়ে ফেলা সহজ, ভেঙে ফেলাও সহজ শুধু সহজ নয় সে সম্পর্কটা টিকিয়ে রাখা।

 

মায়া

তোমাকে পাবোনা জেনেও যে আকুতিকে আমি পোষ মানিয়ে রেখেছি বুকের মাঝে,
ওকে আজ বললাম আজ থেকে তোমার ছুটি।
ওকে জানিয়ে দিলাম ওই হাসি, ওই চোখের জল আর স্পর্শ সবই একটা স্বপ্নের মতো।
তারপর দেখিয়ে দিলাম ওই যে দূরে তোমার পথ, ওটা ধরেই তুমি ফিরে যাও।
এখন একটু বিশ্রাম, একটু নিস্তব্ধতা।
শুধু মাঝে মাঝে মনে হয় কয়েকটি কথা,
মায়া, মায়া চারিদিকে সহজে ফেরা যায়? বলো?

 

নীরবতা

মনে হতে পারে শরৎ ভোরে ফুটে ওঠা শিউলি,
কিন্তু ও ঠিক জানে
কখন ঝরে পড়তে হয়।

মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...