iswarchandra vidyasagar

Mohool Potrika
Login Here  Login::Register

logo corona

কী হবে কেউ জানি না আশায় বাঁধি বুক ।। আশিস মিশ্র



করোনা ভাইরাস  covid 19  -এর নাম আমরা কেউ জানতাম না। জানতাম না কোয়ারান্টাইন, আইশোলেসান ইত্যাদি শব্দ গুলির কার্যকারিতা। কীভাবে এই ভাইরাসের উৎপত্তি, চিনের উহানে হঠাৎ কী করে তার প্রকাশ ঘটলো --সে এক রহস্যময়তা। পৃথিবীর দুই শক্তিধর দেশ চিন ও আমেরিকা এই নিয়ে একে অপরকে দোষ দিয়েছে। তারপর  মাসাধিক কাল কেটে গেছে।  করোনা এখন বিশ্বত্রাস।  হু বলেই দিয়েছে  গোটা পৃথিবী এখন প্যানডেমিক সিচুয়েশনে।  ঠিক কতোদিন পরে এই ভাইরাস পৃথিবী থেকে নির্মূল হবে, তাও বলা সম্ভব নয়।  একের পর এক দেশ গবেষণা করে যাচ্ছে।  ঠিকঠাক ওষুধ এখনো মানুষের কাছে অধরা। এই করতে করতে  কতো মানুষের  মৃত্যু  হবে তার সংখ্যা বলা মুশকিল।

এখন কথা হচ্ছে --যে সব দেশ প্রথম দিকে এই ভাইরাসকে গুরুত্ব দেয়নি, সেই সব দেশ আজ পুরোপুরি বিপন্ন।  এই বিপন্নতার আঁচ ভারতবর্ষ আগে থেকে বুঝলেও প্রথমে একটু ঢিলেঢালা ভাব নেওয়ার জন্য আজ আমাদের দেশে  একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে  মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞ ডাক্তাররা নাকি বলছেন, পুরো এপ্রিল মাস নয়,আগামী কয়েক মাস গেলে তবেই বোঝা যাবে কোথায় গিয়ে দাঁড়ালাম আমরা। আর তার জন্য লকডাউন অবস্থার  খুব জরুরি ছিলো। তার মধ্যে আমাদের মতো সাধারণ মানুষের কী ভূমিকা, সরকারের কী ভূমিকা তা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল ও মিডিয়া জগৎ।

তবে এই ভাইরাসটির গঠন ও তার  ভয়াবহতা নিয়ে আমাদের দেশ সতর্ক ও নিরন্তর গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা।তাই  আশার আলো দেখছি। এখন আমাদের একমাত্র কাজ ঘরবন্দী থাকা। স্বাস্থ্যবিধি মেনে চলা। সর্বদা সতর্ক থাকা।  খুব দরকার না থাকলে বাড়ির বাইরে না যাওয়া। কিন্তু  সরকার লকডাউন ঘোষণা করলেও  বাস্তবে পুরোপুরি লকডাউন মানছেন না বহু মানুষ। যা আরও  মানব সমাজকে সংকটের মুখে ফেলে দিচ্ছে বলেই মনে করি। আজ গোটা  সভ্যতার বিপদ।  অর্থনীতি বিপন্ন। বিপন্ন কর্মসংস্থান। তবুও  মানুষের অটুট মনোবল ও ঐক্যতাই আমাদের আগামীদিনে বাঁচতে আরও সাহায্য করবে। এই বিপন্ন পৃথিবীকে বাঁচাতে পারে একমাত্র সচেতন মানুষই।

সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...

 

 

কবিতা, গল্প, কবিতা বিষয়ক গদ্য পাঠাতে পারেন ইউনিকোডে ওয়ার্ড বা টেক্সট ফর্মাটে মেল করুন [email protected] ।

বিশেষ দ্রষ্টব্যঃ- www.mohool.in এ প্রকাশিত লেখার বিষয়বস্তু ও মন্তব্যের ব্যাপারে সম্পাদক দায়ী নয় ।