- Rajat Goswami ।। রজত গোস্বামী
- Read Time: 1 min
- Hits: 585
জীবন লিপি
১.
চুপ করো,নীরব হও
নিজেকে গুটিয়ে ফেলো শামুকের মতো,
তারপর সাবধানে হাঁটা দাও পথে,
রাস্তা যে অফুরন্ত খানা-খন্দে ভর্তি।
২.
অতো বেশি ভেবোনা,লাভ নেই
শক্ত হও, আরও শক্ত হও
তৈরী হতে থাকো আগামীর জন্য
মানুষ চিরকালই ওইরকম!
নিজের কথা ভাবো, স্বার্থপর হও
মনে রেখো, বিশ্বাস আজকাল পদবী মাত্র।
৩.
চিনতে শেখো, মানুষ কে আরও ভালোভাবে চিনতে শেখো,
যেভাবে সে নিজেকে চেনাতে চায়না তোমায়
ঠিক সেভাবেই চিনতে শেখো
তারপর বুঝতে শেখো ,
ওই মুখের আড়ালে কতগুলো মুখোশ সে পরে রয়েছে।
৪.
একা হও, আরও একা হও
অভ্যাস করো আজ থেকেই,
কারোর ছায়ায় বেঁচে থেকো না।
বুঝিয়ে দাও কারো হাতের চেয়ে
তোমার পা অনেক শক্তিশালী।
৫.
ভুলের কাছে গিয়ে দাঁড়াও
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো,
তারপর ভেবে নাও কোন ভুল তুমি আর করতে চাওনা,
মানুষ কে বিশ্বাসের ভুল?