কবিতা - ত্যাগ ও ভোগ
ত্যাগ আর ভোগের মাঝে পড়ে
বিভ্রান্ত জগৎ সংসার।
কেউ কেউ উপার্জন করে,
কেউ আবার তা ভোগ করে।
ভোগও যে এক ললাট লিখন।
কে ই বা তা মুছতে পারে।
ত্যাগে আছে নির্মল প্রশান্তি।
ভোগের মাঝে জীবনের উচ্ছৃঙ্খলতা।
ভোগ শুধু ভুগতে শেখায়।
আর ত্যাগ জীবনের ক্ষত সারায়।
জীবনকে আগলে রাখ ভালো মন্দে।
জীবনকে ভালোবাস মানুষের স্বার্থে।
পাওয়ার খিদেটুকু থাক বাকি।
জীবনের স্বার্থকতা হোক ভোগে নয়, উপভোগে।
সুখ কিসে
জীবনের সুখ কিসে ?
গাড়ি বাড়ি রাশি রাশি টাকাকড়ি,
নাকি এক মুঠো ভালোবাসা !
সম্মান নাকি বিলাসিতা !
ভদ্রতা নাকি কেবলই দুর্ব্যবহার !
অতিরিক্ত নয়।
জীবনের প্রয়োজনটুকু মেটাতে চাই।
সেইটুকু টাকা থাক আমার।
বাকি জীবনটুকু তোমার হাত ধরে পাড়ি দেব।
ভালোবাসা শুধু পথ দেখাক।
অসুখ
অসুখ সুখের বিপরীতেই থাক।
সুখের সাথে কুটকচালি করেই না হয় যাক।
অসুখ যেদিন সুখের সাথে জিতবে
তোমার অসুখ নিশ্চিত জেন, নিয়তির পরিহাস।
অসুখ যেদিন সুখের পেয়ালা সম্মুখে ধরবে
জীবনের ভার সেদিন নিশ্চিত কমবে।
আশা সুখ ভরসায় অসুখও বাড়বে।
আমারও যে অসুখ আছে, গভীর অসুখ।
সে কেবল তোমার অসুখ।
জানি একদিন জীবনের পেয়ালা ভরবে।