- Bimal Mondal ।। বিমল মণ্ডল
- Read Time: 1 min
- Hits: 749
বিমল মণ্ডল-এর এক গুচ্ছ কবিতা
গল্প ও নাটক
আমি যখন গল্প লিখতে বসি
আমার বাবা বলেন—
এ-সব তো নাটক চলছে।
আবার ফিরে এসে নাটক লিখতে বসলে
বাবা এসে বলেন—
এ-সব তো গল্পের মতো মনে হচ্ছে।
তারপর থেকে বাবা আমার
গল্প —নাটক, নাটক— গল্প
লিখতে বললেও
আমি আর কোন কথা না শুনে
বাবার সারাজীবনের জীবনবৃত্তান্ত সহ
আমি শুধু গল্প নাটকের মতো,
আর নাটক গল্পের মতো লিখে যেতে থাকি।
জবানবন্দি
মহামান্য আদালত ...