একক কবিতা সন্ধ্যা ।। সমর দেব
Unpublished- Samar Deb ।। সমর দেব
- Read Time: 1 min
- Hits: 0
সমর দেব এর এক গুচ্ছ কবিতা
মাংসাশী বাঁদরেরা
আলোর আলিঙ্গন চেয়ে পাথরের বুকে বসেছিলে অনন্তকাল
যাত্রার দলের ঝকমকে পোশাকে ঢাকা শরীরে অভিনয়ে
মেতেছিল রাজা নির্ভুল উচ্চারণে অনুপম ডায়ালগ তার
দর্শকেরা বুঁদ হয়ে শোনে মুহুর্মূহূ হাততালি দেয়
রাজার বুকের তলে ফুলে ওঠে লবণাক্ত জল দারুণ জোয়ারে
সন্ধ্যে থেকে একটাও বিড়ি না পেয়ে নেশা চড়ে গেছে তার
চরম কঙ্জুস ওই অধিকারী মশায়ের ‘পরে যত রাগ আছে
সবটুকু ঝেড়ে দেয় হতভাগ্য মন্ত্রী আর উজিরের ঘাড়ে।
যাত্রার দলের এইসব গোপন কথা সবটুকু জানা আছে তার
তবুও পরম আলোর ডাক নিশির হাতছানি যেন...