iswarchandra vidyasagar

Mohool Potrika
Login Here  Login::Register

কবিতা

কবিতা

samar deb

সমর দেব এর এক গুচ্ছ কবিতা 

 

মাংসাশী বাঁদরেরা

আলোর আলিঙ্গন চেয়ে পাথরের বুকে বসেছিলে অনন্তকাল
যাত্রার দলের ঝকমকে পোশাকে ঢাকা শরীরে অভিনয়ে
মেতেছিল রাজা নির্ভুল উচ্চারণে অনুপম ডায়ালগ তার
দর্শকেরা বুঁদ হয়ে শোনে মুহুর্মূহূ হাততালি দেয়
রাজার বুকের তলে ফুলে ওঠে লবণাক্ত জল দারুণ জোয়ারে
সন্ধ্যে থেকে একটাও বিড়ি না পেয়ে নেশা চড়ে গেছে তার
চরম কঙ্জুস ওই অধিকারী মশায়ের ‘পরে যত রাগ আছে
সবটুকু ঝেড়ে দেয় হতভাগ্য মন্ত্রী আর উজিরের ঘাড়ে।

যাত্রার দলের এইসব গোপন কথা সবটুকু জানা আছে তার
তবুও পরম আলোর ডাক নিশির হাতছানি যেন...

malay

মলয় পাহাড়ী র এক গুচ্ছ কবিতা 

সেতুর জন্য দাবিপত্র

১. 
শহর হয়ে উঠছে ভেতরের জমি, সন্ধের পর পথবাতি, মানুষের মুখ।
আলোর এমন লোভ, এক দশকের পুরাতন বুক থেকে মুছে যায় ছায়া, বৃষ্টিদিন
তারপরও দেখি পুয়াল ছাতু ফুটে আছে খড়ে, পানার উপর ফুডুৎ রংয়ের বিকেল

আমি একা নই এসব থেকে দূরে, শহরের গাছেরাও,  বৃদ্ধ শরীর থেকে পাতা খসে গেলে,
সবাই যে যার চলে যাবে, সেতুহীন জলরাশি, আকুল...

২.
সে সুতো ঝুলে আছে জল ভূমি ও আকাশে, এতটুকুই দেখা যায়

চোখের কোনে কাজল আঁকি, সুতোর আলো এসে পড়ে, পা বাড়াই কোনও অশ্রুত শব্দের ধ্বনি...

rajesweri

রাজেশ্বরী ষড়ংগী র এক গুচ্ছ কবিতা 

 

দাগ

মানুষের জীবনে কিছু দাগ থেকে যাওয়া ভালো–

কিছু অন্ধকার

কিছু বিনিদ্র জাগরণ।

মেঘডাকা বিষণ্ণ সকালে ঝিরিঝিরি রোদ নামে,

ফুলের ভেতর ওঠে গান পাগল...

amrita

অমৃতা খেটো র এক গুচ্ছ কবিতা 

শিক্ষকের নাম ভাঙা হৃদয় 

এই ভ্রান্ত পথের শেষ কোথায়?
ভ্রমণ যেন পথবালিকার ইশারা
হরিণীর মায়াবী চোখের জাদু--
সজনেফুলের অট্টহাসি...

পথই বেপথুমতী। পথশয্যায় ঘুমন্ত...

soma

সোমা প্রধান এর এক গুচ্ছ কবিতা 

মেরামত

নিঃস্তব্ধ রাত্রির বুকে জেগে থাকে একজোড়া চোখ
দূরে আকাশের গা-য় মিটমিট তারা
জড়িয়ে রাখার রহস্যটা যে বলতো,
সে এখন অন্য কারও জাগ্রত প্রহর।

...

nimai jana

নিমাই জানা র এক গুচ্ছ কবিতা 

চাঁদের অসুখ ও ওমেগা চিহ্নের ড্রাগন ফল

ফটো সিনথেটিক কোসেন্ট নটরাজ ফার্নিচারের অদৃশ্য জীবাশ্মেরা পড়ে আছে ধ্বংসাবশেষের মতো, বিয়োগান্তক অব্যয় পদের থার্ড জেনেরেশান প্রত্নতাত্ত্বিক ইসোফেগাস গলার ভেতর রক্ত চুষে খাচ্ছে,

...

rajat goswami

রজত গোস্বামী র এক গুচ্ছ কবিতা 

কথা ও আহত মানুষ


খুবই ছোট্ট, উচ্চারণ আরও ছোট,
কিন্তু মূহূর্তের মধ্যে ও তোমাকে করতে পারে ঘায়েল,
কী ভয়ঙ্কর ক্ষমতাশালী !


...

Page 1 of 28

মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...

 

 

কবিতা, গল্প, কবিতা বিষয়ক গদ্য পাঠাতে পারেন ইউনিকোডে ওয়ার্ড বা টেক্সট ফর্মাটে মেল করুন [email protected] ।

বিশেষ দ্রষ্টব্যঃ- www.mohool.in এ প্রকাশিত লেখার বিষয়বস্তু ও মন্তব্যের ব্যাপারে সম্পাদক দায়ী নয় ।