- Soumava ।। সৌমাভ
- Read Time: 1 min
- Hits: 1197
সৌমাভ-র এক গুচ্ছ কবিতা
গায়ে-হলুদপুর
ঘুসুমের চন্দন-ফোঁটা মেখে পায়ের বিরহকুসুম
হেঁটে গেছে গায়ে-হলুদপুর গ্রামের দিকে,
নিচু মোরামের রাস্তায় তোমাকে দেখায়
ঝরাপাতা দাবদাহ-বনে যতদূর ডাক যায়
তারও দূর-দুপুরের এক ভাঙা ডাকঘর,
ধসে পড়া দেয়ালে মরমী চিহ্ন-জল রেখে
ঢিবির পশ্চিমপারে সূর্যঘোড়া ছুটে যাবে
বনফুল বেনেবউ বেহুলাদের দেশে...
শুভ্র পথের দুধারে পূর্বরাগ-বকের মতন কতবার
বিবাহকুসুম হইয়াছে আমাদের সন্ধে-শ্মশানের আঁচে
দু-চোখের ঘন আঠা গড়িয়ে-মাড়িয়ে ছুঁয়েছে পোয়াতি বাতাসের স্তন...
...
স্বাদহীনতার কাহানি 







একক কবিতা সন্ধ্যা ।। শিবলী শাহেদ
একক কবিতা সন্ধ্যা ।। তানিয়া চক্রবর্তী
একক কবিতা সন্ধ্যা ।। অমিতাভ মৈত্র
তরুণ কবির কবিতা উৎসব ।। রজত গোস্বামী
