অণুগল্প সংখ্যা । বর্ষা । ২০২০
- Anshuman Chakraborty ।। অংশুমান চক্রবর্তী
- Read Time: 1 min
- Hits: 1090
লকডাউনে ঘরবন্দি প্রত্যেকেই। উপার্জন বন্ধ দিনমজুরদের। স্থানীয় ক্লাবের উদ্যোগে কিছু অভুক্ত মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে সামান্য ত্রাণ। দূরত্ববিধি বজায় রেখে সেটুকু পাবার আশায় লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। এই কাজটি তদারকি করছেন ক্লাব সম্পাদক অনুপম। তিনি একটি বেসরকারি সংস্থার কর্মী। লকডাউনের জন্য এখন তিনি কাজে যেতে পারছেন না। মূলত তাঁর উদ্যোগেই কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ক্লাব। অনেক সদস্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেও, বেশিরভাগ টাকাই দিয়েছেন অনুপম। চলছে ত্রাণ বিতরণের কাজ। মুখে মাস্ক, হাতে গ্লাফ্স, অনুপম তদারকি করছেন। হঠাৎ বেজে উঠল তাঁর মোবাইল। অফিসের ফোন। মোবাইল কানে ধরেই হতবাক অনুপম। অফিসের বস জানালেন, 'পরিস্থিতি ভালো নয়। ছাঁটাই করা হয়েছে কোম্পানির বহু কর্মীকেই। সেই তালিকায় আছেন...