- Bankim Dey ।। বঙ্কিম দে
- Read Time: 1 min
- Hits: 620
নবাব মীরকাসিম ও ইংরেজ শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানির সন্ধির শর্ত হিসেবে পাশাপাশি দুটি চাকলা, চাকলা বর্ধমান ও চাকলা মেদিনীপুর কোম্পানির হস্তগত হয়। পরবর্তী চাকলা হিজলির তমলুক ও চেতুয়া পরগনার ভৌগোলিক ও আর্থসামাজিক সাদৃশ্য তে প্রচুর মিল ছিল। পরগনা গুলি নদী বেষ্টিত হওয়ায় কৃষি ও লবণ শিল্পের হাত ধরে অর্থনৈতিক বুনিয়াদ ছিল বেশ শক্ত। ১১৫ পরগনার চাকলা মেদিনীপুরের ১২ নং ইউনিয়ন বোর্ডের অন্তর্গত শ্যামগঞ্জ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দক্ষিণ পূর্ব সীমার দুর্বাচটি খালের পশ্চিম পাড়ে অবস্হিত শ্যামগঞ্জ গ্রাম। এই বোর্ডের সভাপতি ছিলেন শীতল চন্দ্র করণ। চেতুয়া ও মঙ্গলঘাট পরগনার জীবিকার মুখ্য উৎস ছিল কৃষি ও লবণ উৎপাদন। পরম্পরাগত ভাবে এখানকার মানুষের এটাই বৃত্তি। পারাঙ, বুড়ি গাঙ ও কুবাই এর জল শিলাবতীর সঙ্গে মিশে দ্বারকেশ্বরের জলপ্রবাহ নিয়ে...