মার্চ ২০২০                                                  প্রচ্ছদ–ঋত্বিক ত্রিপাঠী    

বৌঠানের বারমাস্যা || সুস্মেলী দত্ত

 

বৌঠানের বারমাস্যা

সুস্মেলী দত্ত

 

 

এক.

নির্ভাজ এলোড়াে সহজে মেলে দিলে

দক্ষিণের বারান্দায়

ধীর পায়ে এক সুদর্শন শিক্ষিত ডুবূরী

 তোমাকে অনুসরণ করতে লাগল....

দুই.

 কলমের স্ফীত মধ্যভাগে

 কান পাতলেই ল্যাবডুব ল্যাবভুব

 জল কমে গেছে --আজই সিজায়

তিন.

দেরাগের দ্বিতীয় তাকে ছিল

কলাপাতা ঘোড়া মেঘ

 ঈষৎ ভারি বুক অল্প ছোঁয়ালেই বৃষ্টি নামত

 কিন্তু সোনা বৌঠানের সৌখিন উঠােন ভরে আছে

 এক অনিবার্য ঋতুবন্ধে।

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...