অস্তিত্বের সারাৎসার ।। সমর দেব

 

কথাটা জলের মতো সহজ, ইচ্ছে হয়ে ছিলি মনের মাঝে। তারপর এই আকাশ, এই বাতাস, এই চরাচর, এই আবিশ্ব প্রাণ। এইখানে ‘আমি’, আমার অস্মিতা, সকলের নিজ নিজ ভুবন। কেউ পর নয়, সকলেই আপন। আমার আপনার সঙ্গে সকলের আপন সম্পর্কের এই রসায়ন গড়ে তোলে সব আমির নিজস্ব ভাষা, ভাষার সূত্রে সমস্ত অনুভব। এই বেঁচে থাকা, এই স্বপ্ন, এই শ্রম, এই আশা, এই স্পর্ধা, এই অহঙ্কার...সব মিলিয়ে আমিত্ব। হোমো ইরেক্টাস থেকে বা তারও আগে থেকে শুরু করে সমস্ত সংগ্রাম, জীবনে টিঁকে থাকা ও প্রজননের সমস্ত ফিকির ও কৌশল, সমস্ত পাপ ও পুণ্য, সমস্ত অর্জন ও বিসর্জন, সমস্ত ত্যাগ ও তিতিক্ষা এবং অবিরত জীবনস্রোত...সব বয়ে চলেছে আমার মাতৃভাষা, সকলের মাতৃভাষা। মানুষের হাজার হাজার বছরের উত্তরণ, সভ্যতার সমস্ত বাঁক ও অগ্রগমন বিধৃত রয়েছে সমাজ-ব্যক্তির মাতৃভাষায়। এভাষা জন্মসূত্রে প্রাপ্তি, যেমন আমার শারীরিক বৈশিষ্ট্যগুলি, জৈবিক প্রবণতাগুলি পেয়েছি পিতৃমাতৃ সূত্রে। জিনবাহিত শারীরিক ও প্রবণতামূলক বৈশিষ্ট্যগুলি যেমন আমার একান্ত নিজস্ব, যেমন এসব আমি সগৌরবে আমৃত্যু বয়ে চলি, তেমনই আমার মাতৃভাষা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি এবং একে আমি সগৌরবে বয়ে চলতে চাই আমৃত্যু। এই মাতৃভাষার সূত্রেই আমি বিনা আয়াসে পেয়ে গেছি পূর্বপুরুষের, আদি মাতা ও গোষ্ঠীপিতার সমূহ অর্জন। সমস্ত স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা, ভয় ও সাহসিকতা, প্রকৃতি ও প্রাণ। অতএব, আমার আমিত্ব, আমার অস্তিত্ব মাতৃভাষার ওপরে দাঁড়িয়ে আছে প্রবল পুরুষের মতো। মাতৃভাষাকে নিয়েই আমি পৃথিবীর বুকে আমৃত্যু রসগ্রহণ করতে পারি। আ’মরি বাংলা ভাষা।

 

মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...