নিষ্প্রভ পালক ।। সমর দেব
 
 

একটা সবুজ পালক নিয়ে বছরের পর বছর ক্লান্তিহীন অপেক্ষা করেছি
রোদ ঝড় বৃষ্টিতে অনেক ক্ষয়েছে, এতদিনে ধুসরতা বেড়েছে অনেক
ফ্যাকাসে সবুজ এই ক্ষয়ে যাওয়া পালক কী করে তোমাকে দিই!
নিদারুণ লজ্জা করে, একটা জীবন বড় বেশি ক্ষুদ্র মনে হয়
আমার বাবাও এরকম আকাঙ্ক্ষা নিয়ে চলে যেতে বাধ্য হয়েছিল
সেকথা মায়ের মুখে প্রকারান্তরে কতবার শুনতে হয়েছে

অন্য কিছু ছিল না কখনও, ওই এক পাখির সবুজ পালক ছাড়া
এই নিবেদনে গ্লানিবোধ ছিল জানি, তবু অসহায়তা ছিল খুব
সেভাবে ডাকোনি কখনও যদিও অপেক্ষায় ছিলাম হাজার বছর
সেভাবেই ক্ষয়ে গেছে আমাদের সস্তার একেকটি জীবন
পৃথিবীকে কতবার প্রদক্ষিণ করে সরে গেছে ক্লান্ত চাঁদ
ক্ষয়ে গেছে, দিনরাত মুছে গেছে পাখির পালকের দুরন্ত সবুজ

সেভাবেই আজও এতদিন পরে জানালায় বসে আছো গালে হাত রেখে
বলো সেই রং আজও কি অম্লান আছে চোখের পাতায়?

মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...