ভালবাসা / রুশ ভাষার কবিতা ডেভিড কুগুলতিনভ।।ভাষান্তর : সন্তু জানা

IMG 20180320 WA0040

ভালবাসা / রুশ ভাষার কবিতা 
ডেভিড কুগুলতিনভ
ভাষান্তর : সন্তু জানা 

' লজ্জা-শরম যৌবনে পা 
                    তখন আমি সবে

হারিয়ে ফেলি এক পলকে একটু নিমিষ ক্ষণে 
আমার একটি প্রিয়তমা ,আহা 
যার সঙ্গে পিরিত ছিল অবচেতন মনে' ,

ওই মুণ্ডু দুলিয়ে বন্ধুটি 
বললে আমায় সত্যটি ।

আমি বললুম বন্ধুকে : 
                   'করিস কেনো ভুলের কাজ

দোষী করিস যৌবনেরে অঙ্গে নিয়ে কনের লাজ 
প্রেম যে হল সূর্যসমান 
চোখ ধাঁধানো আলোর সাজ

সত্যি ভালবাসায় যখন বাঁধবি যুগলআঁখি 
লাজে হবি রাঙা চূড়ো ,এটুক জেনে রাখিস ॥

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...