ঐশী।।সুপ্রভাত মেট্যা

IMG 20180320 WA0046
ঐশী
সুপ্রভাত মেট্যা
 
 
বিকেলে পাতার স্বর‚ মর্মর…
বাবাই ডাকের শব্দ এল কানে।
তালগাছের ছায়া‚ পড়েছে রাস্তায়----
হাওয়ায় দুলছে‚ শিরশির করে ওঠা যেন শরীর‚ দীর্ঘ…
 
তোমাকে প্রণাম জানানোর সময় এসেছে এখন।
ধুলো হাসছে‚ পায়ের ধূসর পাতায়‚ গোড়ালিতে‚
হাতের স্পর্শ পেয়ে মৃদু মৃদু।
ক্রমশ লোকের দেখা মিলিয়ে যাচ্ছে 
মাঠ থেকে। হারিয়ে যাচ্ছে আলো।
 
এবার সন্ধ্যা হলে‚ তোমার
হাত ও পা ধুয়ে আসা হিরণ্ময় আকাশ‚
প্রদীপের আলো‚ শঙ্খ স্ফুরণ‚ মঙ্গলায়িত
শব্দের ধ্বনি‚ আহা গৃহ শীর্ষ লেখায়
কবেকার চাঁদ ফুটে উঠলে‚ গ্রামের ঐশী
দুবেলা দুমুঠো ভাত খেয়ে‚ পরে বেঁচে থাকা…
আমাকে দিও।
 
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...