বিজ্ঞাপন



সম্ভবত পুরস্কার।।অমিতাভ মৈত্র

IMG 20180320 WA0047
সম্ভবত পুরস্কার
অমিতাভ মৈত্র
 
হ্যাঁ‚ তিনিই মায়েস্ত্রো
অবিশ্বাস থেকে যার চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছে
 
কিন্তু সিঁড়িগুলো রাখা হয়েছে
সরল‚ মসৃণ আর অভিধানের মতো সুবিন্যস্ত 
 
যাতে হাত ও পায়ের অনুভূতির ওপর নির্ভর করে
                                              চলাফেরার সময়
 
ওঁর আঘাত যেন না লাগে কখনও
 
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...