ক্র্যাপোলা ।৷ মুনিরা আখতার

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
ক্র্যাপোলা
মুনিরা আখতার
 
কঠিন করে কঠিন করে ভাবছে আজ জ্ঞানীরা,
মুখে হাত গোঁফে হাত বলছেন এটা হতেই পারে ।
হওয়ার কারণও থাকতেই পারে হেথা নয়তো বা সেথা।
একটা দড়ি ধরে দোলনায় দুলছিল তার ছোটবেলা,
দড়ি কেটে হলো বাড়ি, সময়টা তার বড়বেলা ।
আমি বলবো, আরে আপনি তো দোষী!
আপনি বলবেন, "আড়ালে এসো, আস্তে করে কেশো, করে দেবো তোমাকে খুশি"!
আমি বলবো, একদিন একটা অসাধারণ ঘটনা ঘটবে ।
পৃথিবীর প্রতিটা লোক একটা দিকে দেখবে,
আর ছিঁড়ে খাবে আপনার পোকায় কাটা টাকা গুলো ।
ইনকম্পিটেনসির জ়ম্বি হয়ে আপনার সন্তানই আপনাকে পাগল বানিয়ে দেবে ।
আপনি চান বা না চান, এটা ঘটবেই । কারণ আমি আপনার ভবিষ্যত পেরিয়ে এসেছি ।
 
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...