বিজ্ঞাপন



শ্রীচরণেষু মা ।। শোভন মণ্ডল

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 শ্রীচরণেষু মা
 শোভন মণ্ডল
 
 
জন্মদিনে নিজের হাতে পায়েস খাওয়াতে পারোনি বলে
শেষ চিঠিতে তুমি দুঃখ করেছো
তুতুনের শরীরটা কয়েকদিন ভালো যাচ্ছেনা
ভোলনি,  খোঁজ নিয়েছো ছত্রে ছত্রে
জানতে চেয়েছো বাড়ির ছাদ চুঁয়ে আর জল পড়ে কিনা
নতুন বুলডগটা এখনো কি সকাল হলেই বাইরে বেরতে চায়?
ছাদের ডালিয়াগুলো শুকিয়ে যাচ্ছে না তো? 
কিছুই ভোলনি দেখছি 
শীত শেষ হয়ে আসছে,  এই সময় ঠান্ডা লাগে আমার
রাতে ফ্যান চালাতে বারণ করেছো তুমি
তোমার চিঠিতে শুধু এইসব কথা
একবারও জানাওনি তোমার পায়ের ব্যথা এখন কেমন আছে ! 
 
 
 
লেখকের অন্যান্য লেখা

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...