অর্থ খোঁজে ৷। প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায়

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

অর্থ খোঁজে 
প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায় 
 
 
হঠাৎ বুঝি  মনে পড়ে কিছু কথা,
কিছু ব্যথা কিছু গাথা কল্পলতা
কিছু শ্যামল কাজল চোখের সজলপাতা
বিজন ঘরের নীরব কোণের নীরবতা।

নদীর জলে কিসের তরে ব্যাকুলতা
ডুবুরি মন খুঁজেই চলে গোপন কথা
সকাল বিকেল সারা দিনের সমস্ততা
অর্থ খোঁজে জীবন নামক প্রমত্ততা ।।

 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...