বিজ্ঞাপন



ব্যতিক্রমী সময় ৷। নিমাই ক‍রণ

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
ব্যতিক্রমী সময়
নিমাই করণ
 
 
লুকিয়ে লুকিয়ে যে মানুষটি কাঁদে
আমি তাকে বলি সাধনায় আছো‚
আজ নয় কাল
তোমার বাগানে পাখি গান গেয়ে যাবে‚
মানুষটি সা-রে-গা-মা সাধতে সাধতে--
রাত দিন কাটিয়ে দেয়;
ছেলের জন্য মেয়ের জন্য করেও নিজেকে সাজায়।
লোকটি ঠিক লোকের মতোই
চা খায়‚ চশমা পরে‚
ঘড়ি দেখে অফিসমুখী হয়‚
তবু তার ব্যতিক্রমী সময় তাকে বাঁচিয়ে রাখবে !
ঘণ্টা-মিনিট-সেকেণ্ডের পর--
আরও একটা সময় থাকে‚
যেখানে মানুষ ঠিক মানুষ থেকে যায়।
 
 
 
লেখকের অন্যান্য লেখা

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...