ছোট্ট লাল তারা ।। পিয়াল রায়

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
ছোট্ট লাল তারা
পিয়াল রায়
 
 
ছোট্ট লাল তারাটি ভেসে এসেছিল
সুদূর পশ্চিম থেকে
কিছু মানুষ তাকে একমনে ডেকেছিল
মাঠে খামারে কারখানায় অলিতেগলিতে
অন্ধখনির রসাতল থেকে
যন্ত্রণা যাদের পুড়িয়ে মারছিল একটানা
একমনে ডেকেছিল
শ্রমের দোহাই
ছোট্ট তারাটি যেন বলে দেয়
নুন আর ঘাম মেখে কোথায় লুকিয়ে আছে
তাদের অপ্রতিহত মাটি
আপন স্বদেশে কেন বারেবারে তাদের
উৎখাত হতে হয় জননীর কোমল আশ্রয় হতে
কেড়ে নেয় বৃক্ষের শান্ত ছায়াগুলি অশান্ত জল্লাদ
হাজার হাজার বছর ধরে যারা জাগিয়ে রেখেছিল
মানুষের কলরোল, উৎসব, শস্যের নিবিড় জন্ম
মাটির দিকেই যারা তাকিয়ে থেকেছে
যুগের পর যুগ
সেইসব পবিত্র মানুষ
পাতালের দীর্ঘ রাতের শিকলে শিকলে আর
কতদিন বেঁধে রাখবে মুখর সন্ধ্যা?
আর কতদিন নিটোল প্রেমিক ভুলে থাকবে দয়িতার
আলো চকচকে চোখের তারা?
আর কত শীতার্ত রাত
কুরেকুরে খাবে শিশুদের সমস্ত জীবন?
বসুধার প্রতি প্রান্তে অপেক্ষায় আছে আপন সহোদর
তাদের গমগমে স্বরে ঘূর্ণির হাওয়া
নগ্ন পায়ে পাথর ভাঙার গান
ছোট্ট তারা,
হে প্রিয়তম ছোট্ট লাল তারা,
তাদের জানিয়ে দিও
ভারতবর্ষ থেকে সেলাম জানিয়েছে
চিরজাগরুক তাদের যোদ্ধা ভাইয়েরা



একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...