মায়া
অন্তরা সিংহরায়
অন্তরা সিংহরায়
হঠাৎ করে বৃষ্টি এলে
ভিজলো আঁচল- শাড়ি
তোর মালিনী রাগ পুষেছে
দূরের দেশে পাড়ি।
বর্ষা যখন মনরে জ্বালায়
একলা ঘরে সই
একদিন তো একটা ফোনে
খবর নিলি কই ?
মনে কী তোর কিছু আসেনা
সেই কদমতলার ছায়া
শ্রাবণ মাসে ভিজলে চাতক
মুছতে পারে মায়া ?