বিজ্ঞাপন



বৃষ্টি অনুভবে ।। রুমা বসু

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

বৃষ্টি অনুভবে
রুমা বসু
 

আমার বৃষ্টিভেজা দিনগুলোয় অক্লেশে
ভাগ বসিয়ে দিয়েছে---
শরীরের মধ্যে দিয়ে যে এতগুলো নতুন
বসন্ত চলে গেল তাদের
কারো কারো অনুভবে হয়তো এখনো
বৃষ্টির গন্ধ লুকিয়ে আছে।

ভাবনার ওপর তো কোনো দাবী হয়না
তাই মনজুড়ে বয়ে চলে ইছামতী,
এইভাবে প্রতিদিন ছায়াশরীরেরা জেগে ওঠে;
ভাঙাগড়া এগিয়ে চলে স্রোতের মতো।
খোলা পাতা বুকে নিয়ে
কত না-লেখা কবিতা ভেসে যায়
স্রোতের অনুকূলে।



একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...