যুদ্ধের পরে
চয়নিকা
তারপর যুদ্ধ শেষ হল।
তিনভাগ জল আর এক ভাগ রক্ত।
ফুসফুসে কার্বন ডাই অক্সাইড,
পোড়া মাংসের গন্ধ, কাটা হাত,
ঝলসানো পা, ভাঙা মন্দির।
চোটে যাওয়া বাড়ির দেওয়াল,
ধর্মহীন বাসি মড়া, উপড়ানো তুলসী মঞ্চ,
আলাদা হওয়া বেওয়ারিশ মাথা,
মসজিদের বাইরে জমা লাল।
শুধু একপাশে ঈশ্বর ধর্মের উষ্ণতায় সেদ্ধ হওয়া মা-কে জড়িয়ে কাঁদছে।