বিজ্ঞাপন



যুদ্ধের পরে ।। চয়নিকা

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

যুদ্ধের পরে
চয়নিকা
 

তারপর যুদ্ধ শেষ হল।

তিনভাগ জল আর এক ভাগ রক্ত।
ফুসফুসে কার্বন ডাই অক্সাইড,
পোড়া মাংসের গন্ধ, কাটা হাত,
ঝলসানো পা, ভাঙা মন্দির।

চোটে যাওয়া বাড়ির দেওয়াল,
ধর্মহীন বাসি মড়া, উপড়ানো তুলসী মঞ্চ,
আলাদা হওয়া বেওয়ারিশ মাথা,
মসজিদের বাইরে জমা লাল।

শুধু একপাশে ঈশ্বর ধর্মের উষ্ণতায় সেদ্ধ হওয়া মা-কে জড়িয়ে কাঁদছে।



একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...