গাছ
সুদীপ ঘোষাল
সমস্ত সংসারে একটা গাছের মত ছায়া থাকে মায়ের
চাল,ডাল,হাঁড়ি কুঁড়ির সমস্ত মশলা মায়ের হাতের পরশে
অমৃত হয়ে ঝরে পড়ে খিদের পাতে
আমরা ফুটপাতবিলাসি ভিখিরির মত
চেটেপুটে খাই মায়ের পরিশ্রমের ঘাম
কালচক্রে যখন মায়ের পালা পাল্টে শিশুর ভূমিকা নেয়
আজন্ম ঋণী তখনও শোধ করার চেষ্টাটুকু পর্যন্ত করে না জমাকৃত ঋণ
শিশুসুলভ চক্রান্তে মাকে প্রতারণা ক'রে
বৃদ্ধাশ্রমে দিয়ে আসে দুধের ঋণ ভুলে
মায়ের আশীর্বাদ ভুলে যায় সমস্ত অভিমান...
স্বাদহীনতার কাহানি 


