বিজ্ঞাপন



ভালো আছি ।। জয়ন্তী কর্মকার

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

ভালো আছি
জয়ন্তী কর্মকার
 
 
এই আছি বেশ ভালো
চাই না কোনো মিথ্যে প্রেমের আলো
চাই না কোনো জং ধরা জলছবি
হাতড়ে খুঁজে মরতে গেলেই হয়ে উঠবো অনামী এক কবি
এই আছি বেশ ভালো
চাই না কোনো জীবন পৃষ্ঠা যা হবে আবার টলোমলো।

এই আছি বেশ ভালো
চাই না নামহীন জোনাকির কোনো আলো
আসবে যাবে আলো করে অন্ধকার ঘরের কোণ
আবার যখন ডাকবে বাবুই ,ছুট্টে যেতে সেই বাসাতেই হবে মন উচাটন
তার চেয়ে বাবা এই আছি বেশ ভালো
চাই না নিকষ কালো অন্ধকারের এক আলো
এই আছি বেশ ভালো
চাই না কোনো হিংস্রমুখর দ্বিগ্বিজয়ের ঘন কালো
আমি এই আছি বেশ ভালো।


একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...