ভালো আছি
জয়ন্তী কর্মকার
এই আছি বেশ ভালো
চাই না কোনো মিথ্যে প্রেমের আলো
চাই না কোনো জং ধরা জলছবি
হাতড়ে খুঁজে মরতে গেলেই হয়ে উঠবো অনামী এক কবি
এই আছি বেশ ভালো
চাই না কোনো জীবন পৃষ্ঠা যা হবে আবার টলোমলো।
এই আছি বেশ ভালো
চাই না নামহীন জোনাকির কোনো আলো
আসবে যাবে আলো করে অন্ধকার ঘরের কোণ
আবার যখন ডাকবে বাবুই ,ছুট্টে যেতে সেই বাসাতেই হবে মন উচাটন
তার চেয়ে বাবা এই আছি বেশ ভালো
চাই না নিকষ কালো অন্ধকারের এক আলো
এই আছি বেশ ভালো
চাই না কোনো হিংস্রমুখর দ্বিগ্বিজয়ের ঘন কালো
আমি এই আছি বেশ ভালো।
চাই না কোনো মিথ্যে প্রেমের আলো
চাই না কোনো জং ধরা জলছবি
হাতড়ে খুঁজে মরতে গেলেই হয়ে উঠবো অনামী এক কবি
এই আছি বেশ ভালো
চাই না কোনো জীবন পৃষ্ঠা যা হবে আবার টলোমলো।
এই আছি বেশ ভালো
চাই না নামহীন জোনাকির কোনো আলো
আসবে যাবে আলো করে অন্ধকার ঘরের কোণ
আবার যখন ডাকবে বাবুই ,ছুট্টে যেতে সেই বাসাতেই হবে মন উচাটন
তার চেয়ে বাবা এই আছি বেশ ভালো
চাই না নিকষ কালো অন্ধকারের এক আলো
এই আছি বেশ ভালো
চাই না কোনো হিংস্রমুখর দ্বিগ্বিজয়ের ঘন কালো
আমি এই আছি বেশ ভালো।