অমরত্ব
রবিন বনিক
আজ আমাদের ৭০ টা সমর্পণের দিন
আজ দুজনার চোখে সারাক্ষণ শুধু সূর্যোদয়
আজ আর কোনো নির্বোধ সামনে দাঁড়িয়ে
বলতে পারবে না প্রেম বলে কিছু নেই
আজ কোনো আহাম্মক ভিড় জমিয়ে বলতে পারবে না
প্রণয়ের রঙ চিরকাল হলুদ
আজ পরিষ্কার ভাবে শাহজাহানকে বলে দিতে চাই
কবরে সৌধ গড়লেই প্রেম অমরত্ব পায় না
ছয়টা চাঁদের পায়ে প্রেম এঁকে দিলেও
অমরত্ব পায় না
প্রচন্ড বৃষ্টিতে প্রেমের জন্য রাজ্যপাট ভিজিয়েও
অমরত্ব পায় না
অমরত্ব পেতে গেলে প্রতিদিন আত্মহত্যা করার প্রয়োজন নেই
বেলাশেষে শুধু দুজন দুজনার ক্ষীণহাতের রক্তক্ষরণ মুছে দিলেই
প্রেম ঈশ্বর হয়ে ওঠে—