শরীরে লেখা চিত্রকলা
বিশ্বজিৎ লায়েক
ক্ষতগুলো লেগে আছে শরীরে ও মনে। মন বলছে বৃষ্টি হবে
তুমি কি জান মনীষা আধখানা অগম্য প্রেম উত্তাপে পুড়ে
সংসার আসলে না লেখা চিত্রকলা
ব্যবহারিক লেনদেনের ভিতর বসে থাকা কাক
যে ঘ্রাণ, যে ঘিলু, যে হাড়গোড়, যে স্তন, যে নিক্ষিপ্ত শর খুলে দেয়
তুমি ইচ্ছে করলেও আর দিতে পারবে না ফিরিয়ে
অপ্রকাশিত সব ধারণায় একদিন জেগে ওঠে আলো
মাটির ভেতর
চিন্তা কোরো না
আমার এই নিঃস্বতায়
জেগে উঠবে অঙ্কুরিত অভ্যেস
স্বাদহীনতার কাহানি 


