বিজ্ঞাপন



লড়াইটা ছিল হেরে যাওয়াদের ।। ভবেশ মাহাত

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

লড়াইটা ছিল হেরে যাওয়াদের
ভবেশ মাহাত
 

নিজের বিবেক এবং বুদ্ধির সাথে লড়াইটা
জমে উঠেছে অজান্তেই,
যখন যুদ্ধটাই শেষ কথা তখন
মিথ্যে বলে কী লাভ?
পরাজয় নিশ্চিত জেনেই তো লড়তে হবে
তবেই না পরিণতি।
ঠিক তার পরেই 'রক্ত মাংস' ঘোষণা করবে
'এ এক চরম ব্যর্থতা।'
তখন পারলে সহানুভূতি চেয়ে নিও
বিবেক ও বুদ্ধির কাছ থেকে,
তাদের নাকি হেরে যাওয়া নেই
অথচ দেখুন সহানুভূতিও মরণশীল।
আর তাই পৃথিবীতে জন্ম নেয় ছায়ারা,
তাই এত শোকমিছিল।


 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...