মায়ের মুখ ।। সোমা প্রাধান

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

মায়ের মুখ
সোমা প্রাধান 
 

ঠিকানা বদল হল, জীবনও
কিশোর
বেলার সেই নিষেধভাঙা ইচ্ছে আবেগ আজ কেমন পিছুটান।
তুমি চোখের দিকে চাইলে না,
সিগারেট ফেলে তোমার উতলা মন ছুটে চলল ব্যাঞ্জোপার্টির নাচে।

চতুর্দশীর চাঁদ
শেষবারের মতো উঁকি দিলে
জোয়ারে ভাসে মুন্ডেশ্বরীর বুক।
শশব্দ মন্ত্রোচ্চারণে খান খান
অমাবস্যার নীরবতা
ঢাকের বাদ্যি আর তুমুল ঘন্টাধ্বনির মাঝে মিশে যায়
শেষ চিৎকার,
ছিন্নমুন্ড নিবেদনে লকলকে
ফলহারিনী কালীমায়ের জিভ

আর পাপহারিনী তাঁতের শাড়ি মায়ের মুখজুড়ে স্বস্তি।

এসব দেখতে দেখতে মেতে
উঠি কাকভোরের সিঁদুরখেলায়। সাষ্টঙ্গ প্রণাম সেরে মা বলে ওঠে "দুগ্গা দুগ্গা"।

 

 

লেখকের অন্যান্য লেখা

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...