
একটা ঋতুর শেষে
আর একটার ডাক
পলাশ ছায়ায় আশীর্বাদ বর্ষণ
নিশ্চিত বসন্তের ডাকে
কতগুলো প্রয়াস বর্তমান আর ভবিষ্যতে
চারিদিকে ওজন বায়ুস্তর
সমাধানহীন খোলা রাস্তায়
বিমর্ষ চিন্তার ভাঁজে
অলস পথে নতুন প্ররোচনা
অদ্ভুত উল্লাসে
সারা আকাশ আলোময়
বসন্তের ডাকে।
স্বাদহীনতার কাহানি 

