ডায়ারি হাতে পেতে পেতে ক্লাস সেভেন। তার আগের দুই ক্লাস লাইনটানা নোটবুক। তখন অনেক কিছু ব্যক্তিগত। তখন অনেক কিছু সবাইকে বলা যাচ্ছে না। তখন সেরকম প্রাণের কাছাকাছি কেউ নেই তো। কেউ নেই বড় হওয়ার বিস্ময় কষ্ট আঘাত অপমান শেয়ার করার। তাই লিখে ফেলা। স্বগতকথন। মিশতে পারি কই তেমনভাবে। ভালো লাগে না তো অহেতুক উচ্ছ্বাস বাচালপনা। কী ইমম্যাচিওরড মনে হয় জামা পুতুল সাবান শ্যাম্পু হ্যানত্যানের ব্রান্ডেড বারফাট্টাই। ভেতরে ভেতরে বুক দুরু দুরু , কাউকে দেখলে , যেন আরো কিছুক্ষণ কাছাকাছি থাকে যেন আরো একবার হাসিমুখে তাকায়। তখন লিঙ্গ সাম্য বুঝছি ক্রমে , তখন ক্রমশ আত্মবিশ্বাসী হয়ে উঠছি নারীজন্মের জন্য , তখন খুঁজছি পাগলের মত খুঁজছি যাকে বলা যায় সবকিছু গোপন আপন , তার কাছে মেলে দেওয়া যায় ভেজা সুখ পেঁজা দুঃখ। তাই নোটবুক তাই ডায়ারি। প্রথম ইনফ্যাচুয়েশান ক্লাস সেভেনে, নিজে লেখা প্রথম কবিতা। কে ব্যথা দিল কাকে ভেবে ব্যথা হোল লিখে রাখতে ডায়ারি। ঘুম আসছে না , ডায়ারি। অভিমান বুক ফেটে ভেঙে পড়ছে ঠোঁটে ভেসে যাচ্ছে চোখ কে আছে পাশে ডায়ারি ছাড়া। ভালো লাগা পঙক্তি, শায়েরী টুকে রাখতে ডায়ারি। প্রথম প্রেম প্রথম পতন প্রথম সবকিছু জানে আমার ডায়ারি। কোন ভাঙন ইতিবৃত্ত কোন অম্লমধুর ওঠাপড়া না জানে এই ডায়ারির পাতা?
একটা সময় সেই পর্যায় পেরিয়ে গেল। এবার নিজেরই লজ্জা লাগে , এত ন্যাকা বোকা ছিলাম! এত ভঙ্গুর! এত আত্ম নিপীড়ক! তাই পুড়িয়ে দেওয়া সব। নিশ্চিহ্ন করে দেওয়া একটা সময়। তার অপমান। ক্রোধ। যন্ত্রণা।
ডায়ারি লিখি না আর। বলি না খুলে। দেখাই না। বহ্নুৎসব আজও আছে। নিত্য অপমানিত আত্মার। রাবণ চিতা। আত্মহননের পূর্বপাঠ। আত্মদহন দেখা যায় না। বোঝাও না । তাই আগাম দেখা। ডায়ারি লিখি না আজকাল। শুধু আগুন দেখি।
করোনা Diary
- বিশ্বমারী করোনা ও পরবর্তী ট্রমাকথা ।। বিভাবসু
- পথ খুঁজে না পাই ।। রোশেনারা খান
- কী হবে কেউ জানি না আশায় বাঁধি বুক ।। আশিস মিশ্র
- একটি অরাজনৈতিক উদ্দেশ্য।। সন্দীপ দত্ত
- করোনা Diary ।। শুদ্ধেন্দু চক্রবর্তী
- লকডাউন পাঁচালি ।। যশোধরা রায়চৌধুরী
- করোনা Diary ।। আভা সরকার মন্ডল
- Quarantine Diary ।। প্রিয়াঙ্কা
- করোনা একটি কদম ফুল ।। নিমাই জানা
- পতাকা নেই, পা আছে ।। কেশব মেট্যা
- সাবধান, সতর্ক, সচেতন এবং সুস্থ একটি আহ্বান ।। মন্দাক্রান্তা সেন
- আজ দোষারোপ নয় ।। সুব্রত কুমার বুড়াই
- আত্মহননের কথারা ।। শ্রীজিৎ জানা
- প্রবাসীর ডায়েরি ।। পাপিয়া ভট্টাচার্য
- কোভিড যুদ্ধের ময়দান থেকে ।। স্বর্ণালী নস্কর,স্টাফ নার্স এস এস কে এম হসপিটাল
- করোনা Canvas
- পুলিশ তুমি দলদাস ও ঘুষখোর !।। উমাশঙ্কর নিয়োগী
- আছে দুঃখ , আছে মৃত্যু , বিরহদহন লাগে ............।। অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য
- বন্ধ তালার ভিতর ।। লক্ষ্মীকান্ত মণ্ডল
- করোনা Canvas (দ্বিতীয়)
- দেখা হয় যদি পুরানো প্রস্তরে ।। শ্রীতনু চৌধুরী
- শিবির ।। অলক জানা
- অন্ধকারের স্বভাব-চরিত্র ।। অমিত মাহাত
- মড়ক সকালের ধানফুল ।। খুকু ভূঞ্যা
- দেশের বুকে মহামারী কালে কালান্তরে ।। দেবাশিস কুইল্যা
- আত্মহত্যা কয়প্রকার ও কী কী ।। মানস চক্রবর্তী
- করোনা Canvas (তৃতীয়)
- আজকের দিনে ।। ডাঃ নীলাঞ্জন ষণ্ণিগ্রহী
- যেমন দেখছি ।। নিরঞ্জন জানা
- মস্তিষ্কের অন্ধকার ।। অভিজিৎ রায়
- শুভখন হঠাৎ এলে ।। ঋতম্ মুখোপাধ্যায়
- অন্ধকার ঘনিয়ে আসছে ।। অরূপ মাহাত
- সাঁকোটি রহিল || সুকান্ত সিংহ
- করোনা Canvas (চতুর্থ)