বিজ্ঞাপন



হ্যাপি এন্ডিং ।। রিয়া মিত্র

 onugolper adda full
 
 
কাল মায়ের মুখে রূপকথার রাক্ষস-খোক্কস, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী, পক্ষীরাজ ঘোড়ার গল্প অনেক রাত অবধি শুনেছে বুল্টি। তবে সবথেকে ভালো লেগেছে তার রূপকথার ঐ অংশটা, যেখানে সোনার কাঠি ছুঁইয়ে দিলেই রাজকন্যা সমস্ত বাধা থেকে মুক্ত হন বা গল্পের শেষে যখন সুয়োরাণী দুয়োরাণীতে পরিণত হন, তখন আনন্দে ভরে ওঠে ওর মন। ইস্, ওরাও যদি হঠাৎ করে খুব বড়লোক হয়ে যায়, দারুণ হবে কিন্তু, তাহলে আর তাদের এইভাবে রাস্তায় জীবন কাটাতে হবে না। তাই, রাতে শুতে যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে, রূপকথার গল্পের মতো যেন তাদের জীবনেও হ্যাপি এন্ডিং হয়। এসব ভাবতে ভাবতে কখন যে ফুটপাতের এক কোণে শুয়ে চোখ ভারী হয়ে এলো তার, সে টের পায়নি।
সকালে ঘুম ভাঙতেই সে দেখে, খ্রিস্টান মেমসাহেবরা পথের ধারে দাঁড়িয়ে আছে হাতে অনেক বইখাতা, পেন নিয়ে। বুল্টি লেখাপড়া শিখবে, কাজ করবে, নিজেদের খাদ্যের সংস্থান করবে।
উপহার পেয়ে কৃতজ্ঞতায় মনটা ভরে উঠল বুল্টির......... ওর পেট চালানোর চিন্তাটা দূর হলো তবে....এবার শুধু মন দিয়ে লেখাপড়াটা করলেই হবে....., রূপকথার আনন্দের জগতের লোভ যে তার অনেক দিনের....

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...