ফ্রেন্ডরিকোয়েস্ট'টা পেন্ডিং পড়েছিল ক'দিন ধরেই। চেনাজানা না'হলে সাধারণত একসেপ্ট করে না অনির্বাণ। নভেম্বরের এই তীব্র শীতে এই এতদূর বিদেশে সেমিনারে এসে পাকস্থলী'তে সোনালি তরলের আধিক্যেই বোধহয় প্রোফাইলে আঙুল ছোঁয়ায় সে। সাদা সূতী-শাড়ি পরা একটা খুব সাধারণ আন-ইম্প্রেসিভ চেহারা'র মেয়ে। তার চেনাজানা বৃত্তের একেবারে বিপরীত মেরু'র বাসিন্দা। সাত-পাঁচ ভেবে নিয়েই নিলো লিস্টে। জোনাকি'র মতো সবুজ সংকেত জ্বলে ওঠে নামের পাশে, অনলাইন। ইন্ডিয়াতে তো এখন প্রায় মাঝরাত! এতরাতেও জেগে?