বয়ান বদল ।। আশিস চৌধুরী

Unpublished

বয়ান বদল

আশিস চৌধুরী

কিছু বোঝার আগেই অসীমের এবং আরও কয়েকজনের উচ্চমাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় ফিজিক্স দ্বিতীয়পত্রের খাতা ছিঁড়ে কুটিকুটি।পরীক্ষার হলে প্রথম ডেস্কে বসে থাকা অসীম হতভম্ব। তাদেরই এক সহপাঠী নকল করতে গিয়ে ধরা পড়ে শাস্তি হওয়াই সে এই দুষ্কর্ম করে তারপর যথারীতি হলে পুলিশের প্রবেশ এবং জিজ্ঞাসাবাদেদুষ্কর্মের নায়কের নাম বলেদেয় অসীম।তার তিনটি প্রশ্নের উত্তর লেখার পর ওই কাণ্ড হলের বিশৃঙ্খলা থিতিয়ে গেলে পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয় । মেধাবী অসীম আর পরীক্ষা দিতে না চাইলেও,মাস্টারমশাইদের অনুরোধে ছেঁড়া পাতাগুলোথেকে কোনওরকমেসেই তিনটি প্রশ্নের উত্তর টুকে গভীরদুঃখে হল ত্যাগ করেছিল

বেশ কয়েকদিন পর অসীমকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ-তুমি ভাল করে মনে করে বল সেদিন কে খাতা ছিঁড়েছিল?সে বলল-নাম জানি না।তাহলে বল-অমুক তোমার খাতা ছেঁড়েনি?’ তার উত্তর –‘নাএকটি বড় ক্লাবের অনুরোধে এবং অসীম ক্ষমায় তার এই বয়ান বদল । তিন মাস পর ইনভিজিলেটারদেরঅপদার্থতায়রেজাল্ট এসেছিল আর,এ । অনেক দৌড়াদৌড়ির পর রেজাল্ট থার্ড ডিভিশন। এরপর অসীম আর পড়াশোনা করেনি।

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...