
প্রথম মুকুল আসা
তরুণী আমগাছটি পাশে
নাছোড় ভ্রমর।
নিজের কৈশোর মনে পড়ে।
বসে বসে ভাবি জল আনতে যাওয়া হয়তো বা ছিল তার ছল।
মনচোরা আড়বাঁশি নিজেও কেঁদেছে কত পথে, মাঠে, ঘাটে।

প্রথম মুকুল আসা
তরুণী আমগাছটি পাশে
নাছোড় ভ্রমর।
নিজের কৈশোর মনে পড়ে।
বসে বসে ভাবি জল আনতে যাওয়া হয়তো বা ছিল তার ছল।
মনচোরা আড়বাঁশি নিজেও কেঁদেছে কত পথে, মাঠে, ঘাটে।
আমাদের কথা
আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...
কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...
ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...