
অবর্ণনীয় ৷ নিও এই ভালোবাসা, কল্পনার রং...
ধুকপুক-বুকে আর কিছু থাকে?
মনে-মনে চাওয়া ছাড়া— কবিতায় ছন্দ-লয়-মিল
কিছুতে সাজে না। লাজেরাঙা বেদনানিখিল
মন নিয়ে কতদূর যাবে?
এই যে দখিন হাওয়া,
মধুমাস, প্রেমিকা সকাল —
দুইচোখ জুড়ে তুমি, দাউদাউ, পলাশের লাল ...
স্বাদহীনতার কাহানি 
