- Deep Sekhar Chakraborty ।। দীপ শেখর চক্রবর্তী
- Read Time: 1 min
- Hits: 3877
আয়ু
এই সামান্য আয়ুর ভেতর ভালোবাসা গভীর অসুখের মতো লাগে
পৃথিবী, আকাশ, মায়াবিন্দু থেকে ঝরে পড়ে চেতনার সমুদ্র স্বপ্নের নীল, এই দৃশ্যের ভেতরে
রাতের রুপোলি কাক উড়ে যায়, সে জানে
এই রাত্রির প্রসারিত হাতের ভেতরে ধরা থাকে প্রিয়তম নারীদের রূপ
তবু তো নিষ্ঠুর ব্যথা লাগে, একি জীবিতের শেষতম সুখের মতো?
যা কিছু যত অস্পষ্ট দেখি তত কেন বুকের ভেতরে সেই প্রাচীন লোভের খনি জ্বলে ওঠে
সমস্ত জীবন এলোমেলো, শুধু গুছিয়ে রেখেছি বিরহের বিষ, এসো প্রিয়তমা, পান করো
এসো সমস্ত জীবন তৃষ্ণা নিয়ে...
স্বাদহীনতার কাহানি 






শম্ভু রক্ষিত এর এক গুচ্ছ কবিতা
সচ্চিদানন্দ হালদার - এর একগুচ্ছ কবিতা
মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের একগুচ্ছ কবিতা 