
কত চুমু ছড়িয়ে আছে
কুড়িয়ে নিচ্ছি।
রোদ আর বৃষ্টি পেলে
নষ্ট হবে।
দ্রুত ট্রাক পিসে যাচ্ছে
জুতোর আওয়াজ এগিয়ে আসছে।
এপাশ ওপাশ চুমুর বাগান
ঠোঁটের পাপড়ি , পাপড়ির গান
শুনতে শুনতে এই এতদূর
হেঁটে এলাম মুগ্ধপুর
বেলা গেল পথে পথে
ফিরব একা
ভুলেছি সব
রাত হলে কারা বাজনা বাজায় ?
কাদের পুজো রোজ রাতে ?
বিহ্বল শুধু ঘুরতে থাকে
আমার সাথে
বন্ধু আমার....
অনধিকার
ভয় দেখাচ্ছে
ধমক দিচ্ছে
শাসন করছে
আবার আমি থমকে গেছি
কত দূরে তুমি থাকো ?
একটা টেবিল
দুটো টেবিল
রঙিন রাত
আলো জ্বলছে।
যার যা পিয়াস
পান করছে।
হাতের কাছে ঝিকিমিকি
শরীরে শরীর দুলছে।
হাওয়ায় উড়ছে বিকিনি।
চিতার সামনে দাঁড়িয়ে আছি
সবাই দেখি পুতুল নাচছে
কেউ ডাকে না —
একটা টেবিল, দুটো টেবিল
রঙিন তরল এই শহরে..
স্বাদহীনতার কাহানি 


