বিজ্ঞাপন



WhatsApp Image 2020 06 21 at 22212 PM

হরপ্পা ।। দেবাশিস কুইল্যা।

 

আর কিছু নয়, লালিত স্বপ্নের ইচ্ছায় এইটুকু চাই
সমস্ত দুঃস্বপ্নের পর যেন দেখি;
ঘুমের পবিত্র বাখরের সাথে রেখে গেছে সুস্বাদু জল
  চিরায়ত আকাঙ্ক্ষার হাত।

তোমার এক পৃথিবী ভালোবাসার নীচে
অস্পষ্ট যে পথ চরাচর পার হয়ে-
শীর্ণতর প্রাচীন অক্ষরে গেছে বেঁকে,
সেখানে রোজ আমি
আশঙ্কা করি নতুন করে বিমান হানার।

এরপরও শরীরে তোমার হরপ্পা জন্মাল
তোমার হাত ধরে এক আকাশ নীল হল।
নাভীমূল আমার লালায় ধুয়ে গেছে সে অনেককাল;
তবুও হরপ্পা- আমাতে মিল খুঁজে পায়নি।

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...