- Anshuman Chakraborty ।। অংশুমান চক্রবর্তী
- Read Time: 1 min
- Hits: 1533
কবিতা - আমি যদি তাকে নন্দিনী বলে ডাকি । কবি ও কণ্ঠ - অংশুমান চক্রবর্তী । গ্রাফিক্স - বিপ্লব অধিকারী । সম্পাদনা - কেশব মেট্যা।
' হয়তো মেঘে-বৃষ্টিতে বা শিউলি গাছের তলে
আজানুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ-ছেঁচা জলে
কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে--
ভারি ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে ! ’