উৎসব সংখ্যা :২০১৮ : কবিতা

উৎসব সংখ্যা :২০১৮ : কবিতা

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

বৃত্তের বিন্দু
সুব্রত কুমার বুড়াই

 

জীবনটা একটা বৃত্তের মধ্যেই ঘুরছে
বাহিরটা আজও জানা হলোনা তেমনভাবে
চেনা অচেনা কত প্রিয়জন
যে যার মতো করে টানে
কেউ বা ঠেলে দেয় দূরে।
বৃত্তের মধ্যে ঘুরপাক খেতে খেতে ক্লান্ত আমি।
প্রাণপণ চেষ্টা করি বৃত্ত ভাঙার‚ পারিনা।
আমার জীবন কানে কানে পরিহাসের গল্প শোনে।
বারবার তাই একই বৃত্তে পাক খাওয়া
কখনও প্রান্তে কখনও কেন্দ্রে‚
একই পরিক্রমার পুনরাবৃত্তি।
এভাবেই চলতে চলতে দেখি
বৃত্তটা ক্রমশ বিন্দুর দিকে হাঁটে
সেই বিন্দুতেও আমি একা
বৃত্তহীন জীবনে আর পাক নেই‚ নেই কোনো সংঘর্ষযাপন
তবুও পরিধি হাতছানি দেয়
বিন্দু ভেঙে বৃত্তের সাধনা করি আমি।
 
 
 

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

অর্ধেক জীবন 
মৃণালকান্তি দাশ 
 

কবি জানে মাত্রা কাকে বলে,
জানে অন্ত্যমিল, ব্যঞ্জনা, চিত্রকল্প ।

অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্তে নিঃশব্দে 
সে লিখে ফেলে 
বিশ পঁচিশ চল্লিশ পাতার
দীর্ঘ কবিতা ।


উপমা দিতে গিয়ে লেখে,
বিষাদের মতো সূর্যাস্ত,
শুশ্রূষার মতো কবিতা,
শ্রাবণের ধারার মতো অশ্রু...


কিন্তু উপবনের মতো সংসারে 
কবির আশ্রয় মেলে না-
ব্যাকরণের অন্ধকারে উড়তে থাকে 
তার অর্ধেক জীবন ।

 

 

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 
আড্ডা
গৌতম দে
 
 
চায়ের দোকানের আড্ডায় ঝড় ওঠে
চায়ের সঙ্গে টগবগ করে ফোটে টাটকা বাসি খবর
সকালের দেখা দুধজল মেঘের টুকরোগুলো
সসপেনে...

WhatsApp Image 2018 10 04 at 23.19.09

 

ছলাৎ
সুদীপ চক্রবর্ত্তী

দোটানা রোদে জানালা উশখুশ
বন্ধ হয় খুলে যায় অনিয়ম
স্বভাব, কখনও তাকায় অশরীরী
দূরত্ব থাক, দূরত্বে থাক ঢেউ।

শব্দ সরিয়ে জাগতে থাকে ঘুম
আঁচড় কাটে মিথ্যা জন্মদাগ
বেরঙিন সব আগুন লিখি, মুছি
বৃষ্টিদিনে নূপুর ভেজায় কেউ।

 

Page 14 of 14

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...